গ্রামীণ কৃষি
কৃষি
0

দিনাজপুরে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা

দিনাজপুর

দিনাজপুরের বিভিন্ন উপজেলায় বেড়েছে সবজির চাষ। মাঠে মাঠে এখন সবজি চাষে ব্যস্ত কৃষকরা। উৎপাদন ব্যয় বাড়লেও ফলন ও দাম ভালো পাবার আশা কৃষকদের। তারা জানালেন, নভেম্বরের শেষ দিকে এসব সবজি বাজারে তুলবেন।

উত্তরের জেলা দিনাজপুরের বিরামপুর ও হিলিতে শীতকালীন সবজি চাষে ব্যস্ত কৃষকরা। জমি প্রস্তুত, চারা রোপণ ও পরিচর্যায় ব্যস্ত তারা। এসব এলাকায় চাষ করা হচ্ছে বাঁধাকপি, ফুলকপি, মূলা, শিম, বেগুনসহ বেশকিছু শীতকালীন সবজির। নভেম্বরের শেষ দিকে এসব সবজি বাজারে তুলবেন কৃষকরা।

এবার বীজ, সার-কীটনাশক ও শ্রমিকের মজুরি বাড়ায় উৎপাদন ব্যয় বাড়তি। গেল বছর প্রতি বিঘায় কপি চাষে ১০ থেকে ১৫ হাজার টাকা খরচ হলেও এবার বিঘাপ্রতি খরচ হচ্ছে ২০ থেকে ৩০ হাজার টাকা। কৃষকরা বলছেন, জমি থেকেই এসব সবজি কিনে নিয়ে যান ঢাকা, চট্টগ্রাম, রংপুরসহ দেশের বিভিন্ন স্থানের ব্যবসায়ীরা- এতে বাজারে গিয়ে বিক্রি করতে হয় না তাদের। দুর্যোগের কবলে না পড়লে ভালো ফলন ও বাজারে বাড়তি দাম পাবার আশা তাদের।

উপজেলার প্রতিটি মাঠেই শীতকালীন সবজির চাষ হচ্ছে। কৃষকদের সবজি চাষে কারিগরিসহ সবধরনের সহযোগিতা আশ্বাস উপজেলা কৃষি বিভাগের।

দিনাজপুরের হাকিমপুর উপজেলা কৃষি কর্মকর্তা আরজেনা বেগম বলেন, ‘কীভাবে টেকশই প্রযুক্তিগুলো কৃষকদের মাঝে সম্প্রসারিত করা যায় এ বিষয়ে আমাদের কর্ম পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে এবং সেই অনুযায়ী আমাদের পরামর্শ সেবা প্রদান অব্যাহত আছে। আশা করছি রবি মৌসুমে আমাদের আবাদ এলাকা আরো বাড়বে’

কৃষি অফিসের তথ্যমতে, এবার বিরামপুর ও হিলি হাকিমপুর উপজেলায় প্রায় দেড় হাজার হেক্টর জমিতে সবজির চাষ হয়েছে।

এএম

এই সম্পর্কিত অন্যান্য খবর