সবজি চাষে ব্যস্ত নরসিংদী জেলার কৃষকরা। শীত মৌসুম সামনে রেখে লাউ, বাঁধাকপি, ফুলকপি, সিম, কচু, ডাটা, বেগুন ও অন্যান্য সবজি চাষে কৃষকের ব্যস্ততা এখন প্রতিদিনের। তবে কীটনাশক ও সারের বাড়তি দামে অসন্তুষ্ট তারা।
গতবছরে চেয়ে এবছর জেলায় ১০৫ হেক্টর বেশি জমিতে সবজির আবাদ হচ্ছে। এছাড়া, গত ৫ বছরে এ জেলায় শীতকালীন সবজির চাষ বেড়েছে সাড়ে ৭ শতাংশ।
নরসিংদীতে এবছর শীতকালীন সবজি চাষাবাদ করছেন প্রায় ৪২ হাজার কৃষক। এই চাষাবাদকে ঘিরে বাড়তি কর্মসংস্থান হয়েছে অন্তত ৬০ হাজার মানুষের।
দৈনিক ৫০০ টাকা মজুরির বিনিময়ে সবজির জমিতে কাজ করেন অনেকে। জমির আল তোলা, চাষ উপযোগী মাটি তৈরী, ঘাস বাছাইয়ের কাজে ব্যস্ত থাকেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত।
কৃষি বিভাগ বলছে, নরসিংদীতে চলতি বছর ১০ হাজার ৪১৭ হেক্টর জমিতে শীতকালীন সবজির আবাদ হচ্ছে। এখান থেকে উৎপাদন হবে ২ লাখ ৩৪ হাজার টন সবজি। যার বাজার দর প্রায় ৮০০ কোটি টাকা।
গত বছর নরসিংদীতে সবজি উৎপাদন হয় ২ লাখ ৩১ হাজার টন। যার বাজার মূল্যে ছিল ৭৭০ কোটি টাকা।