মৎস্য ও প্রাণীসম্পদ
কৃষি
Print Article
Copy To Clipboard
0
টাঙ্গাইলের নদীতে কমছে মাছ, জৌলুস হারাচ্ছে বাজার
টাঙ্গাইল
টাঙ্গাইলে বিভিন্ন জলাশয়ে দেশিয় প্রজাতির মাছ মিলছে চাহিদার মাত্র ২৫ শতাংশ। পাশের জেলাগুলো থেকে আমদানি করতে হচ্ছে চাহিদার বাকি ৭৫ শতাংশ মাছ। জেলেরা বলছেন, 'প্রজননের সময় অবাধে মা মাছ ও পোনা মাছ নিধন করায় কমছে মাছের সংখ্যা।' বিশেষজ্ঞরা বলছেন, 'এরইমধ্যে আড়াই শতাধিক দেশিয় প্রজাতির মাছ বিলুপ্ত হয়েছে।' এদিকে জেলা মৎস্য কর্মকর্তা জানিয়েছেন, চাষিদের প্রশিক্ষনের পাশাপাশি আধুনিক পদ্ধতিতে মাছ চাষের জন্য উদ্বুদ্ধ করাসহ উম্মুক্ত জলাশয় থেকে অবৈধ চায়না দোয়ারি ও কারেন্ট জাল জব্দ করা হচ্ছে।
এফএস
এই সম্পর্কিত অন্যান্য খবর