রূপসায় লাইটার জাহাজ দুর্ঘটনা, উদ্ধারে কোস্ট গার্ড

এখন জনপদে
0

খুলনার রূপসা নদীতে রেল ব্রিজের পিলারের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়েছে লাইটার জাহাজ ‘এম ভি সেভেন সার্কেল-২৩’। কোস্ট গার্ড দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করছে।

আজ (শুক্রবার, ৩১ জানুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক জানান, হারবারিয়া থেকে ১ হাজার ১৭৫ টন সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে আসার পথে মধ্যরাত ২টার দিকে জাহাজটি দুর্ঘটনায় পড়ে।

রেল ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লাগার ফলে ওয়াটার লেভেলের প্রায় ২ ফুট নিচে ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে পানি ঢুকে জাহাজের অধিকাংশ অংশ ডুবে যায়।

ঘটনার পর জাতীয় জরুরি সেবা (৯৯৯) ও স্থানীয় সূত্রে খবর পেয়ে কোস্ট গার্ডের বিসিজি স্টেশন রূপসা দ্রুত একটি উদ্ধারকারী দল পাঠায়। ডাইভিং বোট নিয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।

কোস্ট গার্ড জানায়, জাহাজে থাকা ১৩ জন ক্রু সবাই নিরাপদে রয়েছেন এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ইতোমধ্যে জাহাজের মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং উদ্ধার অভিযান চলমান রয়েছে।

এএইচ