নিহত মো. কালু কক্সবাজারের মহেশখালীর শাপলাপুর ইউনিয়নের আক্কেল আলীর ছেলে। তিনি লামার সরইয়ের ইছহাক মেম্বার পাড়ায় একটি পানের বরজে শ্রমিক হিসেবে কাজ করতেন।
স্থানীয়রা জানায়, পাহাড়ে খাদ্য সংকট দেখা দেওয়াতে প্রতিনিয়ত বন্যহাতির দল খাবারের খোঁজে লোকালয়ে চলে আসছে। শনিবার ভোর ৪টার দিকেও গহিন পাহাড় থেকে একদল বন্যহাতি খাবারের খোঁজে ইছহাক মেম্বার পাড়ায় চলে আসে। পরে হাতিগুলো ধান চালের খোঁজে একটি খামার ঘরে ঢুকে গেলে এ সময় খামারের ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় মো. কালু হাতির আক্রমণে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা এ. কে. এম আতা এলাহি জানান, হাতির আক্রমণে মো. কালু নামের এক শ্রমিক নিহত হওয়ার খবর শুনেছি। ঘটনাটি তদন্ত করে ক্ষতিগ্রস্ত পরিবারকে বিধি মোতাবেক ক্ষতিপূরণ দেওয়া হবে। পাহাড়ের খাদ্য সংকটের কারণে হাতির দল লোকালয়ে হানা দিচ্ছে বলেও জানান তিনি।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদত হোসেন বলেন, 'হাতির আক্রমণে নিহতের মরদেহ উদ্ধার করে লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় প্রাথমিক সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।'