এখন জনপদে
0

মহেশখালীতে তাপবিদ্যুৎ প্রকল্পে আগুন দেয়ার সাথে জড়িত ৬ জন আটক

কক্সবাজারের মহেশখালীতে তাপবিদ্যুৎ প্রকল্পে আগুন দেয়ার সাথে জড়িত ৬ জনকে আটক করা হয়েছে। আজ (শুক্রবার, ২৪ জানুযারি) ভোরে উপজেলার ধলঘাটা ইউনিয়নের মুহরীগনা এলাকায় কোস্টগার্ড ও নৌবাহিনী যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে কোস্ট গার্ড এবং নৌবাহিনীর যৌথ অভিযানে ৫টি আগ্নেয়াস্ত্র, ১৩টি দেশীয় অস্ত্র ও ১১ রাউন্ড তাজা কার্তুজসহ ৬ জনকে আটক করেছে। জব্দ করা হয়েছে ১ লাখ ২৫ হাজার নগদ টাকা।

আটকরা দুর্ধর্ষ সন্ত্রাসী ও ডাকাত দলের সদস্য বলে জানিয়েছে অভিযান পরিচালনাকারী আইনশৃঙ্খলা বাহিনী।

নৌবাহিনী ও কোস্টগার্ড জানিয়েছে, মহেশখালী উপজেলার ধলঘাটা এলাকার সাধারণ জনগণের উপর কলিমউল্লাহ বাহিনী দীর্ঘদিন যাবত অস্ত্র প্রদর্শন করে জমিদখল, চাঁদাবাজি, সরকারি সম্পদ ধ্বংসসহ অন্যান্য অপরাধমূলক কার্যক্রম করে আসছিলো। স্থানীয় লোকজন কোস্ট গার্ডের শরণাপন্ন হলে ওই এলাকায় কোস্ট গার্ড গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে।

গোয়েন্দা সূত্রে জানা যায়, কলিমউল্লাহ বাহিনীর সক্রিয় সদস্যরা মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়নের মুহরীগনা সংলগ্ন এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এর প্রেক্ষিতে ভোররাতে কোস্ট গার্ড এবং নৌবাহিনীর সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যৌথ বাহিনী মহেশখালীর কুখ্যাত ও দুর্ধর্ষ ডাকাত দলের ৬ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।

নৌবাহিনী ও কোস্টগার্ড জানিয়েছে, গত ২৩ জানুয়ারি মাতারবাড়ি কয়লা তাপবিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন এলাকায় চাঁদাবাজি করতে ব্যর্থ হয়ে এই সন্ত্রাসীরাই নির্মাণ কাজে ব্যবহৃত যানবাহনে অগ্নি সংযোগ ঘটায়। জব্দকৃত সকল আলামতসহ আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ইএ