এখন জনপদে
0

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে ২ জন আহত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে দুইজন আহত হয়েছে। আজ (শুক্রবার, ২৪ জানুয়ারি) ভোরে উপজেলার ফুলতলী এবং আশারতলী সীমান্তের ৪৭-৪৮ নম্বর পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলার আশারতলী ৮নং ওয়ার্ডের হোসেনের ছেলে আলী হোছেন (৩৫) এবং মো. আরিফ উল্ল্যাহ।

স্থানীয়রা জানায়, বিস্ফোরণে আহত আলী হোছেন ও আরিফ উল্ল্যাহ মিয়ানমারের অভ্যন্তরে অবৈধভাবে প্রবেশ করে গরু আনতে গিয়েছিল। সেখানে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে তারা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শামশুল আলম জানান, খবর পেয়ে আহত আলী হোছেন এবং আরিফ উল্ল্যাহকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাজহারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এএইচ