এখন জনপদে
0

শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবস্থাকালীন মহড়া

বিমান দুর্ঘটনা ঠেকানোর মতো জরুরি অবস্থাকালীন মহড়া হয়ে গেল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। তিন বাহিনী ও বিভিন্ন সংস্থার শতাধিক সদস্যের অংশগ্রহণে প্রায় ৩০ মিনিটের যৌথ মহড়া শেষ হয় সফলভাবে। বিমানবন্দরের সক্ষমতা ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে এই মহড়া। এরমধ্যে দিয়ে উঠে আসে কিছু সীমাবদ্ধতাও। বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিক বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এই মহড়া দেশের অ্যাভিয়েশন খাতকে নতুন উচ্চতা নিয়ে যাবে বলছে কর্তৃপক্ষ।

বিমান দুর্ঘটনা ঠেকানোর মতো জরুরি অবস্থাকালীন মহড়া হয়ে গেল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। তিন বাহিনী ও বিভিন্ন সংস্থার শতাধিক সদস্যের অংশগ্রহণে প্রায় ৩০ মিনিটের যৌথ মহড়া শেষ হয় সফলভাবে। বিমানবন্দরের সক্ষমতা ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে এই মহড়া। এরমধ্যে দিয়ে উঠে আসে কিছু সীমাবদ্ধতাও। বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিক বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এই মহড়া দেশের এভিয়েশন খাতকে নতুন উচ্চতা নিয়ে যাবে বলছে কর্তৃপক্ষ।

অবতরণের পর রানওয়েতে বিপত্তি। পাইলটের দক্ষতায় কোনোমতে থামানো গেলেও এয়ারবাস থ্রি টু জিরো মডেলের বিমানটি ছিটকে পড়ে ট্যাক্সিওয়ে থেকে। সাথে সাথেই ডান ইঞ্জিনে লাগে আগুন। ছড়িয়ে পড়ে ভয়াবহ আকারে।

জরুরি সাইরেন বাজার পরপরই তাৎক্ষণিক বিমানের আশপাশে ছুটে আসে দমকল বাহিনীর গাড়ি ও জরুরি হেলিকপ্টার। আগুন নেভানোর সাথে চলে যাত্রীদের উদ্ধার কাজ।

অংশ নেয় তিন বাহিনী, বিমানবন্দর কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও বিভিন্ন সংস্থার ৪ শতাধিক সদস্য। অক্ষত অবস্থায় সফলভাবে উদ্ধার হয় ৪০ যাত্রী। ভয়াবহ দুর্ঘটনার দৃশ্যপট হলেও এটি আসলে সত্যি নয়- মহড়া। ফুল স্কেল ইমার্জেন্সি ফায়ার এক্সারসাইজ নামে ২০ মিনিট চলে এই মহড়া।

বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভুঁইয়া বলেন, ‘ আমাদের ফায়ার ক্রু, তাদের দক্ষতা ও পেশাগত জ্ঞান বৃদ্ধিসহ সংশ্লিষ্ট যন্ত্রপাতি সমূহ প্রকৃত দুর্যোগের সময় তার কী ব্যবহার উপযোগিতা আছে সেটা যাচাই করা। আর এক্ষেত্রে কোনো ত্রুটি বিচ্যুতি থাকলে তা সমাধানের মাধ্যমে প্রকৃত দুর্যোগের সময় যাতে আমরা যেন একে সক্ষমতার সহিত ব্যবহার করতে পারি।’

কর্মকর্তারা মনে করেন, এই মহড়া সিভিল এভিয়েশনের সীমাবদ্ধতা খুঁজে বের করবে। সমন্বয় বাড়াবে দায়িত্ব পালন করা নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে। এতে নিশ্চিত হবে আন্তর্জাতিক মানের নিরাপত্তা।

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান বলেন, ‘ইমারজেন্সি প্রতিটি সিচুয়েশন থাকে মাল্টি এজেন্সি ও মাল্টি জুরিসডিকশনের কস্ট কাটিং ইস্যু। বহুগুণ তটস্থ থাকতে হবে যখন আমাদের কোনো অপ্রত্যাশিত কোনো দুর্ঘটনা আসবে। সে বিষয়ে আমরা সকলে সজাগ থাকব।’

মহড়ার কারণে সকাল সাড়ে সাড়ে ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত বিমানবন্দরে বিমান ওঠা-নামা বন্ধ ছিল শাহ আমানতে বিমানবন্দরে।

এএম