শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবস্থাকালীন মহড়া
বিমান দুর্ঘটনা ঠেকানোর মতো জরুরি অবস্থাকালীন মহড়া হয়ে গেল চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। তিন বাহিনী ও বিভিন্ন সংস্থার শতাধিক সদস্যের অংশগ্রহণে প্রায় ৩০ মিনিটের যৌথ মহড়া শেষ হয় সফলভাবে। বিমানবন্দরের সক্ষমতা ও সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়াতে এই মহড়া। এরমধ্যে দিয়ে উঠে আসে কিছু সীমাবদ্ধতাও। বিশ্বের বিভিন্ন দেশে সাম্প্রতিক বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে এই মহড়া দেশের অ্যাভিয়েশন খাতকে নতুন উচ্চতা নিয়ে যাবে বলছে কর্তৃপক্ষ।