এখন জনপদে
0

মানিকগঞ্জে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে ইউসুফ আলী (২০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন।

আজ (মঙ্গলবার, ১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের খোলাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইউসুফ আলী মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা-মিতরা ইউনিয়নের চক গোবিন্দপুর গ্রামের আরশেদ আলীর ছেলে।

সিংগাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মোশাররফ বলেন, সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কের খোলাপাড়া এলাকায় ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে ইউসুফ আলী নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি থানায় আনা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন।

এএইচ