পাহাড়-চূড়া, দীঘল উপত্যকা ও হৃদের অপরূপ সৌন্দর্যের লীলাভূমি ভূ-স্বর্গ কাশ্মীর। প্রকৃতির অনিন্দ্য রূপ লাবণ্য উপভোগ করতে সারা বছরই ভ্রমণপিপাসুদের ভিড় থাকে কাশ্মীরে। শ্রীনগর, কাশ্মীর ভ্যালি, পেহেলগাম, সনমার্গ, গুলমার্গ চারপাশে শুধুই অপরূপ সৌন্দর্যের বিস্ময়।
পাহাড় ঘেরা চারদিকে রকমারি ফুলের সমাহার। যে দিকে চোখ যায়, শুধুই রঙ-বেরঙের ফুল। ভূ-স্বর্গের কোলে শ্রীনগরে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেনে বাহারি ফুল নজর কাড়ছে সবার।
প্রায় ৩০ হেক্টরের বাগানে, টিউলিপ ছাড়াও রয়েছে ড্যাফোডিল, রানুনকুলিসহ ৪৬ জাতের ১০ লাখেরও বেশি ফুল। শ্রীনগরের ডাল লেক এবং জাবারওয়ান পাহাড়ের পাদদেশে টিউলিপের সৌন্দর্যে মুগ্ধ পর্যটকরা। মুঠোফোনে নান্দনিক এই স্মৃতি বন্দি রাখছেন তারা।
পর্যটকদের একজন বলেন, 'এটি সুইজারল্যান্ডে বসন্তের মতো, একই রকম। অনেক গাছ ও ফুল রয়েছে, এখানে সুইজারল্যান্ড এবং কাশ্মীরের মধ্যে খুব বেশি পার্থক্য দেখছি না।'
আরেকজন বলেন, 'এই স্থানটি স্বর্গীয়। আমি ইউটিউবে বাগানের ভিডিও দেখেছিলাম, বাস্তব জীবনে এটা অনুভব করলাম, এটা সত্যিই স্বর্গ। আমি কাশ্মীরের নাম বদলে স্বর্গ রাখতে চাই। টিউলিপ বাগান সুন্দর ছিল, আশ্চর্যজনক এক অভিজ্ঞতা।'
শ্রীনগরের টিউলিপ বাগান ভারতের গর্বও বটে। ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে এশিয়ার সবচেয়ে বড় পার্ক হিসেবেও স্থান পেয়েছে এই টিউলিপ গার্ডেন। গেল বছর ৩ লাখ ৬৫ হাজার পর্যটক আসেন এই বাগানে।
শুধু ভারত নয়, বসন্তে টিউলিপে টিউলিপে ছেয়ে গেছে লন্ডন। টিউলিপ ফুলের সৌন্দর্য উপভোগে দেশটির ট্রুলিস টিউলিপ ফার্মে প্রতিদিনই ভিড় করছেন যুক্তরাষ্ট্র, ফান্সসহ নানা দেশের পর্যটকরা। কেউ এসেছেন ভালোবাসার মানুষ নিয়ে, কেউ আবার পরিবার নিয়ে। বাগানে পরিবার-স্বজনের সঙ্গে ছবি তুলে হাসি আনন্দে উচ্ছ্বসিত সবাই। লন্ডনের এই বাগানে রয়েছে শতাধিক জাতের টিউলিপ।