চুলের যত্ন: প্রাকৃতিক হেয়ার স্পা দিয়ে চুলে ফেরান উজ্জ্বলতা
দূষণ, মানসিক চাপ এবং অনিয়মিত জীবনযাত্রার কারণে চুল পড়া, রুক্ষতা ও খুশকির মতো সমস্যা এখন ঘরে ঘরে। এ পরিস্থিতিতে চুলের গভীরে পুষ্টি জোগাতে এবং সতেজতা ফিরিয়ে আনতে হেয়ার স্পা এখন অত্যন্ত জরুরি একটি পরিচর্যা। পার্লারে অতিরিক্ত খরচ না করেও খুব সহজে এবং প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ঘরে বসেই করে নিতে পারেন এ পূর্ণাঙ্গ ট্রিটমেন্ট। নিয়মিত স্পা চুলকে করে তুলবে মসৃণ, ঝলমলে ও মজবুত।