নববর্ষের দিন দেশজুড়ে পালিত হয় পয়লা বৈশাখ, একই সঙ্গে ব্যবসায়ীরা উদযাপন করেন হালখাতা। তবে ঢাকঢোল পিটিয়ে পয়লা বৈশাখ উদযাপিত হলেও হারাতে বসেছে হালখাতার সংস্কৃতি। বাঙ্গালির চিরচেনা এ ঐতিহ্য শহর থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে। করোনার পর থেকে তা রূপ নিয়েছে শুধু নিয়মরক্ষার ঐতিহ্যে।