বঙ্গোপসাগরে অবস্থানরত সাইক্লোন দানা বৃহস্পতিবার (২৪ অক্টেবর) রাতে আঘাত হানতে পারে পশ্চিমবঙ্গ আর ওড়িশা উপকূলে। দুই রাজ্যে বন্ধ ঘোষণা করা হয়েছে স্কুল, বাতিল করা হয়েছে ট্রেনের শিডিউল। স্থানীয়দের উপকূলীয় এলাকা থেকে সরিয়ে নিতে চলছে প্রস্তুতি। স্থাপন করা হয়েছে কয়েক হাজার আশ্রয়কেন্দ্র। পশ্চিমবঙ্গ ও ওড়িশার উপকূলীয় কয়েকটি জেলায় ভয়াবহ ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।