৪ দিনের মধ্যে ৬ষ্ঠ জয় পেলেন কামালা। রয়টার্স ইপসোসের সবশেষ জনমত জরিপে ট্রাম্পের চেয়ে ৪ শতাংশ ব্যবধানে এগিয়ে আছেন ডেমোক্র্যাট প্রার্থী। তবে কামালা এখনো পিছিয়ে আছেন সুইংস্টেটগুলোয়। এদিকে নির্বাচিত হলে ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য কর মওকুফ সুবিধা প্রণয়নের অঙ্গীকার করেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট। অন্যদিকে ট্রাম্পের অঙ্গীকার, ক্ষমতায় আসলে বন্ধ্যাত্বের চিকিৎসা ব্যয় বহন করবে তার সরকার।