ঈদ ঘিরে মুখর সিরাজগঞ্জের তাঁতপল্লী। নতুন নতুন ডিজাইনের নানা পণ্যে বাড়ছে ক্রেতা চাহিদা। তবে, রঙ-সুতাসহ কাঁচামালের দাম বৃদ্ধি এবং বিপণন ব্যবস্থার মারপ্যাঁচে দিন দিন কমছে লাভের অঙ্ক। প্রতিবছরই ব্যবসা গুটিয়ে নিচ্ছেন অনেক তাঁত মালিক। ২০ বছরের ব্যবধানে জেলায় তাঁতের সংখ্যা নেমেছে অর্ধেকেরও নিচে।