আমিনবাজার-চন্দ্রা হাইওয়ে: ঝুঁকি নিয়ে বাসে ওঠানামা; দায় এড়াচ্ছেন যাত্রী–চালক উভয়ই
মহাসড়কে যেন আইন অমান্য করার প্রতিযোগিতায় নেমেছেন যাত্রীরা। বিশেষ করে আমিনবাজার–চন্দ্রা হাইওয়েতে প্রায় প্রতি মুহূর্তে দেখা যায়, ঝুঁকি নিয়ে সার্ভিস লেন ডিঙিয়ে বাসে ওঠা বা নামার দৃশ্য। যাত্রীরা দায় চাপান চালকদের ওপর, আর চালকরা বলেন যাত্রীরাই নিয়ম মানেন না—দুই পক্ষই দায়িত্ব এড়িয়ে যাচ্ছেন। এমন পরিস্থিতিতে বেপরোয়া থ্রি-হুইলারের কথাও সামনে চলে এসেছে। হাইওয়ে পুলিশের মতে, থ্রি-হুইলারের লাগাম টেনে ধরা এবং ট্রাফিক ব্যবস্থাপনায় পর্যাপ্ত জনবল বাড়ানো গেলে এ বিশৃঙ্খলা অনেকটাই কমে আসবে।