সাইবারক্যাব রোবোট্যাক্সি আনছে টেসলা
বহুল প্রতীক্ষিত রোবোট্যাক্সি বাজারে আনছে টেসলা। যার নাম দেয়া হয়েছে সাইবারক্যাব। ক্যালিফোর্নিয়ায় ব্রাদার্স স্টুডিওতে স্বয়ংক্রিয় এই গাড়ির প্রোটোটাইপ উন্মোচন করেছেন টেসলা প্রধান ইলন মাস্ক। ক্যামেরা ও কম্পিউটার প্রযুক্তির সহায়তায় রাস্তায় চলবে এই সাইবারক্যাব। ২০২৬ সালের মধ্যে গাড়িটির উৎপাদন শুরু হতে পারে। সাইবারক্যাব কিনতে ক্রেতাদের গুণতে হতে পারে প্রায় ৩০ হাজার ডলার।