উন্নয়নের নামে সবুজ কমছে রাজধানীতে
উন্নয়নের নামে গাছ নিধনে সবুজ কমছে রাজধানীতে। বাড়ছে তাপমাত্রা ও বায়ুদূষণ। নগরীর সবুজায়ন কমার পেছনে পরিকল্পনাহীনতাকে দায়ী করছেন পরিবেশবিদরা। একই সাথে সঠিক পরিকল্পনা নিয়ে গাছ রোপন করা হলে এখনও সবুজায়ন ফেরানোর সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তারা।