জাতীয় গ্রিডের বিদ্যুতে বদলে যাচ্ছে সন্দ্বীপ
সাবমেরিন ক্যাবলের মাধ্যমে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযোগ পেয়ে চট্টগ্রামের সন্দ্বীপ হয়ে উঠছে অর্থনৈতিক উন্নয়নের আদর্শ জায়গা। দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন জনপদ হয়েও অবকাঠামো উন্নয়নের দৃশ্য চোখে পড়ার মতো। বিদ্যুৎ বিভাগ জানায়, ৫৪ হাজার গ্রাহকের চাহিদার বিপরীতে ইতোমধ্যে সংযোগ পেয়েছেন ৩৮ হাজারের বেশি। জনপ্রতিনিধি জানান, এবার পর্যটন খাতের বিকাশে কাজ শুরু হবে।
অর্থনৈতিক উন্নয়নের আদর্শ জায়গা সন্দ্বীপ
সাবমেরিন ক্যাবলের মাধ্যমে জাতীয় গ্রিডের বিদ্যুৎ সংযোগ পেয়ে চট্টগ্রামের সন্দ্বীপ হয়ে উঠছে অর্থনৈতিক উন্নয়নের আদর্শ জায়গা। দেশের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন জনপদ হয়েও অবকাঠামো উন্নয়নের দৃশ্য চোখে পড়ার মতো।
রেমিট্যান্সের বড় অংশেরই যোগান সন্দ্বীপের, তবু পিছিয়ে যোগাযোগ ব্যবস্থায়
প্রবাসী রেমিট্যান্স আয়ের ওপর ভিত্তি করে পাল্টে গেছে বাংলাদেশের প্রাচীন দ্বীপ সন্দ্বীপ উপজেলা। প্রতি চারজন বাসিন্দার মধ্যে একজনই প্রবাসী। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে এ উপজেলার প্রবাসীরা দেশের বার্ষিক রেমিট্যান্স আয়ে যোগান দিচ্ছেন ১১ শতাংশ। পারিবারিক অবস্থার পরিবর্তনের পাশাপাশি জাতীয়ভাবে ভূমিকা রাখছেন এসব শ্রমজীবী মানুষ। এ অবদান রাখতে পেরে বেশ উচ্ছ্বসিত স্থানীয়রা।