লেজার শো

রাতের আকাশে লেজার শোতে ফুটে উঠলো জুলাই অভ্যুত্থানের প্রতিচ্ছবি
রাতের আকাশে ড্রোন-লেজার শোতে ফুটিয়ে তোলা হলো জুলাই অভ্যুত্থানের প্রতিচ্ছবি। মুগ্ধতা ছড়ালো নববর্ষের সমাপনী আয়োজন। এর আগে মানিক মিয়া অ্যাভিনিউয়ে বৈশাখী কনসার্ট মেতে ওঠে রাজধানীবাসী।

মানিক মিয়া অ্যাভিনিউয়ের আকাশে ২৬শ' ড্রোনের ঝলমলে লেজার শো
নতুন বছর, নতুন বাংলাদেশ থিমে প্রথমবারের মতো বাংলা নববর্ষ উদযাপনে রাজধানীতে আয়োজন হলো লেজার শো। আজ (সোমবার, ১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার পর মানিক মিয়া অ্যাভিনিউর আকাশে দেখা গেল আলোর খেলা। সংসদ ভবনের আকাশ জুড়ে দুই হাত প্রসারিত করে দেন জুলাই শহীদ আবু সাঈদ, দেখা যায় পানি হাতে মুগ্ধকে।