ডলার সংকটের পরেও ৬শ’কোটি টাকার মসলা আমদানি
ঈদুল আজহার আগে মসলার জমজমাট বেচাকেনা চলছে চট্টগ্রামের পাইকারি বাজার খাতুনগঞ্জে। চাহিদা বাড়ায় এক মাসের ব্যবধানে বেড়েছে পেঁয়াজ, আদা, এলাচ, লবঙ্গসহ বেশ কিছু মসলার দাম। যদিও ডলার সংকটের মধ্যেও আগের বছরের চাইতে আমদানি হয়েছে ৬শ' কোটি টাকা বেশি। সরবারহ সংকট না থাকলেও সিন্ডিকেটের কারণে খাতুনগঞ্জে বাড়ছে মসলার দাম এমন অভিযোগ খুচরা বিক্রেতাদের।