যুক্তরাষ্ট্রের-অভিবাসন

অবৈধ অভিবাসীদের তাড়াতে জরুরি অবস্থা জারির প্রতিশ্রুতি ট্রাম্পের

অবৈধ অভিবাসীদের বিতাড়িত করতে দেশে জরুরি অবস্থা জারির পাশাপাশি সেনা সদস্য মোতায়েন করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি মাত্র শব্দ লিখে রিপাবলিকান এই নেতা নিশ্চিত করেন, ক্ষমতা গ্রহণের প্রথম দিন থেকে অবৈধ অভিবাসীদের দেশছাড়া করতে শক্ত পদক্ষেপ নেবেন তিনি। টেলিভিশন সাক্ষাৎকারে এই একই পরিকল্পনার পক্ষে সাফাই দিয়েছেন যুক্তরাষ্ট্রের অভিবাসন ও কাস্টমস এনফোর্সমেন্ট দপ্তরের সম্ভাব্য প্রধান টমাস হোম্যান।