আরজি কর কাণ্ড: ৪১ দিন পর কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা জুনিয়র চিকিৎসকদের
আরজি কর কাণ্ডে আন্দোলনের ৪১ দিন পর শনিবার কর্মবিরতি তুলে নেয়ার ঘোষণা দিয়েছেন, পশ্চিমবঙ্গের জুনিয়র চিকিৎসকরা। তবে জুড়ে দিয়েছেন শর্ত। নিরাপত্তা আর ন্যায়বিচার না পাওয়া পর্যন্ত সেবা দেবেন শুধু জরুরি বিভাগে। এছাড়াও শুক্রবার স্বাস্থ্যভবন থেকে সিজিও কমপ্লেক্স পর্যন্ত বিক্ষোভ র্যালি করবেন তারা।