১৭ বছরের ক্যারিয়ারে দলের হাল ধরেছেন অগণিত সময়ে। তবে যতবার ভরসা হয়েছেন তারও অধিক দলকে বিপদে ফেলেছেন এই ১৭ বছরে। নিজের কৃতকর্মের জন্য যখনি সমালোচিত হয়েছেন, গলা উঁচিয়ে আয়নায় মুখ দেখার পরামর্শও দিয়েছেন মুশফিকুর রহিম। তবে সেই আয়নায় নিজের ভুলগুলোতে চোখ বুলান তো টাইগারদের অভিজ্ঞ ক্যাম্পেইনার?