রোহিঙ্গাদের সেনাবাহিনীতে চাইছে জান্তা সরকার
প্রায় সাত বছর আগে গণহত্যা চালিয়ে রোহিঙ্গাদের জীবন দুর্বিষহ করে তুলেছিল মিয়ানমারের সামরিক বাহিনী। এবার সেই রোহিঙ্গাদের সাহায্য চাইছে জান্তারা। বাহিনীতে যোগ দিতে না চাইলে দেখানো হচ্ছে ভয়-ভীতি। আরাকান আর্মির সঙ্গে যুদ্ধ করতে ইতোমধ্যে অন্তত একশ' রোহিঙ্গাকে মিয়ানমারের সামরিক বাহিনীতে নিয়োগও দেয়া হয়েছে। কিন্তু এসব অস্বীকার করছে জান্তা সরকার।