দেশের বাজারে গিগাবাইটের নতুন মিনি মাদারবোর্ড

গিগাবাইটের নতুন মিনি মাদারবোর্ড
গিগাবাইটের নতুন মিনি মাদারবোর্ড | ছবি: সংগৃহীত
0

বিশ্বজুড়ে ক্রমশ বাড়ছে কম্প্যাক্ট স্পেসে পাওয়ারফুল ডেস্কটপ পারফরম্যান্সের চাহিদা। এ ইনক্রিজিং ডিমান্ড ফিলআপ করতে বিশ্বের পরিচিত কম্পিউটার হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারার গিগাবাইট নিয়ে এসেছে তাদের নতুন মিনি মাদারবোর্ড গিগাবাইট বি এইট ফিফটি আই অরাস পিআরও (মিনি-আইটিএক্স)।

আকারে ছোট হলেও এটি গেমিং, ক্রিয়েটিভ ওয়ার্ক ও হাই-পারফরম্যান্স পিসি বিল্ডের জন্য অ্যাডভান্সড টেকনোলজিতে তৈরি। মিনি-আইটিএক্স ফর্ম-ফ্যাক্টরের এ মাদারবোর্ডে রয়েছে এএমডি এএম ফাইভ সকেট, যা লেটেস্ট এএমডি রাইজেন সেভেন, এইট ও নাইন্ন থাউজেন্ড সিরিজের প্রসেসর সাপোর্ট করে। এতে রয়েছে দুটি ডিডিআর ফাইভ ডিআইএমএম র‌্যাম স্লট, যা ম্যাক্সিমাম ১২৮ জিবি পর্যন্ত সাপোর্ট দেবে।

স্টোরেজ ফ্যাসিলিটি হিসেবে আছে পিসিএলই ফাইভ পয়েন্ট ও এম ডট টু স্লট, পিসিএলই ফোর পয়েন্ট ও এম ডট টু স্লট স্লট এবং দুটি সাটা সিক্স জিবি পার সেকেন্ড পোর্ট। এর সুবিধা হিসেবে ইউজাররা আল্ট্রা-ফাস্ট এসএসডি ও বাজারে প্রচলিত হার্ড ডিস্ক ড্রাইভ (এইচডিডি) একসঙ্গে ব্যবহার করতে পারবেন।

কানেক্টিভিটির জন্য মাদারবোর্ডটিতে থাকছে ওয়াইফাই সেভেন ও টু পয়েন্ট ফাইভ গিগাবিট ল্যান ফিচার, যা ফাস্ট ও স্ট্যাবল ইন্টারনেট কানেকশন নিশ্চিত করে। এছাড়া ইউএসবি টাইপ সি, এইচডিএমআই ও ডিসপ্লে-পোর্টসহ আই/ও প্যানেল রয়েছে এই মিনি মাদারবোর্ডে। মাত্র সেভেনটিন বাই সেভেনটিন সেন্টিমিটার সাইজের এই মিনি-আইটিএক্স মাদারবোর্ডটি ছোট কেসেও ইজিলি ইন্সটলেবল।

দেশের বাজারে এ মাদারবোর্ডটি পাওয়া যাচ্ছে গিগাবাইটের অনুমোদিত পরিবেশক স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের মাধ্যমে। দেশের বিভিন্ন আইটি রিটেইলার ও অনলাইন প্ল্যাটফর্মে এটি এখন বিক্রয় চলছে। বাংলাদেশের বাজারে এর দাম নির্ধারণ করা হয়েছে প্রায় ৪৩ হাজার টাকা।

এএইচ