মার্কিন-সিক্রেট-সার্ভিস

দুর্যোগ মোকাবিলায় ফিমা ব্যর্থ দাবি করে বরাদ্দ কমিয়ে দেয়ার ঘোষণা ট্রাম্পের

জাতীয় দুর্যোগ মোকাবিলায় জরুরি ব্যবস্থাপনা সংস্থা-ফিমা ব্যর্থ হয়েছে দাবি করে সংস্থাটিতে বরাদ্দ কমিয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রশ্ন তুলেছেন ক্যালিফোর্নিয়ায় দাবানলের সময় গভর্নর গ্যাভিন নিউসমের ভূমিকা নিয়েও। এছাড়াও, বুধবার (২২ জানুয়ারি) প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে ক্যাপিটল হিলের দাঙ্গায় জড়িতদের মুক্তি ও টিকটক ইস্যুতেও কথা বলেছেন নয়া মার্কিন প্রেসিডেন্ট।

মার্কিন সিক্রেট সার্ভিসের দক্ষতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন

মার্কিন সিক্রেট সার্ভিসের দক্ষতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন

মার্কিন সিক্রেট সার্ভিসের প্রধান কাজই হচ্ছে প্রেসিডেন্টকে নিরাপত্তা দেয়া। ট্রাম্পের ওপর হামলার পর এই বাহিনীর দক্ষতা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় তাদের ব্যর্থতাকে দায়ী করেছে অনেকে। এদিকে রিপাবলিকানদের জাতীয় সম্মেলনের নিরাপত্তার দায়িত্বও তাদের হাতেই।