মার্কিন-ভোটার

মার্কিন ভোটারদের চিন্তায় কেমন প্রভাব ফেলেছে ট্রাম্প-কামালার প্রচারণা

প্রার্থীদের শেষ দিনগুলোর প্রচার মার্কিন ভোটারদের চিন্তায় কেমন প্রভাব ফেলেছে? জানা যাচ্ছে, ভোটাধিকার প্রয়োগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে অনেকেই কাজে লাগিয়েছেন মা-বাবা হিসেবে, প্রতিবেশী কিংবা বন্ধু হিসেবে নিজেদের ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। ভোটের আগে শেষ মুহূর্ত পর্যন্ত প্রাসঙ্গিক ছিল ট্রাম্প-কামালার অভিবাসন ও গর্ভপাত ইস্যু।

বেফাঁস মন্তব্যে কি তীরে এসে তরী ডুববে ট্রাম্পের?

একটি বেফাঁস মন্তব্যে কি তীরে এসে তরী ডুববে ট্রাম্পের? প্রতিযোগিতাপূর্ণ কয়েকটি অঙ্গরাজ্যে গুরুত্বপূর্ণ পুয়ের্তো রিকান মার্কিন ভোটাররা; তাদেরই 'ভাসমান বর্জ্য' আখ্যা দেয়ার ঘটনায় ক্ষোভ ছড়িয়েছে দেশজুড়ে। তাতেও অবশ্য নির্লিপ্ত রিপাবলিকান প্রেসিডেন্ট ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌প্রার্থী। ক্ষমা চাওয়ার আহ্বান উপেক্ষা করে উল্টো ধর্মকে আলোচনার কেন্দ্রে এনে ছড়িয়েছেন নতুন বিতর্ক।

কামালাকে ট্যাক্স কুইন বলে কটাক্ষ ট্রাম্পের

মার্কিন নির্বাচনের ইতিহাসে এর আগে কখনই দ্রব্যমূল্যের উর্ধ্বগতি এতটা গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে ওঠেনি। নির্বাচনের ঠিক আগে মুহূর্তে মধ্যবিত্ত শ্রেণির জীবনমানের উন্নয়ন নিয়ে কথার ফুলঝুরি ফোটাচ্ছেন দুই প্রার্থী। এনবিসি নিউজকে ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস বলেছেন, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর পরিকল্পনা আছে এমন একজন নেতাকেই মার্কিন ভোটাররা প্রেসিডেন্ট হিসেবে দেখতে চায়। বিত্তবানদের কর বাড়ানোর ইস্যুতে কামালাকে ট্যাক্স কুইন বলে কটাক্ষ করতেও ছাড়েননি ট্রাম্প।

ট্রাম্প-কামালার বিতর্কে নজর ছিল বিভিন্ন দেশের নেতাদের

প্রেসিডেন্সিয়াল বিতর্কের দিকে মার্কিন ভোটারদের পাশাপাশি গভীর নজর ছিল বিভিন্ন দেশের নেতাদের। ট্রাম্প ও কামালার বিতর্কে উঠে এসেছে মধ্যপ্রাচ্যের অস্থিরতা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের ইস্যু। দুই প্রার্থীর বার্তা ও প্রতিশ্রুতির ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছেন সংশ্লিষ্ট দেশের নেতারা।

মার্কিন নির্বাচনে গুরুত্ব পাচ্ছে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ইস্যু

আসন্ন মার্কিন নির্বাচনে গুরুত্ব পাচ্ছে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ইস্যু। সেনা প্রত্যাহারের শেষ দিন কাবুল বিমানবন্দরে যে ২শ' মানুষের প্রাণহানি হয়, তার দায় বাইডেন প্রশাসনকেই নিতে হবে এমন দাবি করেছে ট্রাম্প শিবির। এছাড়া, ২০২১ ও ২০২২ সালে আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রে পালিয়ে আসা দুই লাখ শরণার্থীর অনেকেই এখন মার্কিন ভোটার। আগামী নির্বাচনে আফগান আমেরিকানদের এই ভোট ব্যাংক কতখানি প্রভাব ফেলতে যাচ্ছে- এ নিয়েও শুরু হয়েছে নানা আলোচনা।