
ভেনেজুয়েলায় শপথের কয়েক ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতি ভবনের কাছে গোলাগুলি
ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ডেলসি রদ্রিগেজ শপথ নেয়ার কয়েক ঘণ্টা পরই দেশটির রাষ্ট্রপতি ভবনের কাছে গোলাগুলির ঘটনা ঘটেছে। এর আগে গতকাল (সোমবার, ৬ জানুয়ারি) মাদুরো ও তার স্ত্রীকে ‘বীর’ আখ্যা দিয়ে আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। এছাড়া শপথ অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের বাবা-মার সঙ্গে হওয়া অন্যায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক পক্ষকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানান মাদুরোপুত্র। এদিকে মাদুরো বন্দি হওয়ায় দ্রুত দেশে ফিরতে চেয়েছেন ভেনেজুয়েলার গণতন্ত্রপন্থী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো।

ঝুঁকি থাকলেও ভেনেজুয়েলায় ফিরে যাবেন মাচাদো
ঝুঁকি থাকলেও নরওয়ে থেকে ভেনেজুয়েলায় ফিরে যাবেন নোবেল বিজয়ী গণতন্ত্রপন্থি নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। এছাড়া সাক্ষাৎকারে বর্ণনা করেন দীর্ঘ ১৬ মাস আত্নগোপনে থাকাকালীন তার তিক্ত অভিজ্ঞতার কথা। এদিকে অসলোতে দীর্ঘদিন পর মাচাদোর সাক্ষাৎ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে তার ভক্ত- সমর্থকরা।

প্রকাশ্যে এলেন নোবেলজয়ী মারিয়া মাচাদো
১১ মাস আত্মগোপনে থাকার পর নরওয়েতে প্রকাশ্যে আসলেন নোবেল শান্তিজয়ী ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা মারিয়া কোরিনা মাচাদো। নিজ হাতে পুরস্কার না নিতে পারলেও তাকে স্বাগত জানানোর আয়োজনে কোনো কমতি ছিল না। এদিকে মাচাদোর হয়ে পুরস্কার গ্রহণ করে তার মেয়ে জানান, দেশ, বিদেশে ও কারাবন্দী ভেনেজুয়েলার নাগরিকদের জন্য শান্তির এ পুরষ্কার।

শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার নেত্রী মারিয়া মাচাদো
চলতি বছর নোবেল শান্তি পুরস্কারে পেয়েছেন ভেনেজুয়েলার নেত্রী মারিয়া কোরিনা মাচাদো। আজ (শুক্রবার, ১০ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৩টায় বিজয়ীর নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি।