
যুক্তরাষ্ট্রে প্রবেশের নতুন শর্ত ‘ভিসা বন্ড’: কারা দেবেন, নতুন কর্মসূচির বৈশিষ্ট্য কী
যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে বাংলাদেশসহ ৩৮টি দেশের নাগরিকদের জন্য কঠোর ‘ভিসা বন্ড’ (Visa Bond) নীতি কার্যকর করতে যাচ্ছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিবাসনবিরোধী কঠোর পদক্ষেপের (US Visa Bond for Bangladeshi Citizens) অংশ হিসেবে বি-১ (ব্যবসায়িক) ও বি-২ (পর্যটন) ভিসাধারীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে। বাংলাদেশিদের জন্য এই বিশেষ জামানত ব্যবস্থা আগামী ২১ জানুয়ারি ২০২৬ থেকে কার্যকর হতে যাচ্ছে। এখন থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশের আগে সর্বোচ্চ ১৫ হাজার ডলার (প্রায় ১৮ লাখ ৩৫ হাজার টাকা) পর্যন্ত ভিসা বন্ড (Visa Bond) বা জামানত জমা দিতে হতে পারে।

যুক্তরাষ্ট্রে ভিসা বন্ড নীতি: নির্ধারিত ৩ বিমানবন্দর দিয়ে প্রবেশ, অমান্য করলেই অর্থ বাজেয়াপ্ত
যুক্তরাষ্ট্রের ‘ভিসা বন্ড’ বা জামানত দিয়ে যারা নতুন ভিসা পাবেন, তারা দেশটির যেকোনো বিমানবন্দর দিয়ে প্রবেশ করতে পারবেন না। ট্রাম্প প্রশাসনের নতুন নীতিমালা অনুযায়ী, বন্ড প্রদানকারী যাত্রীদের প্রবেশের জন্য মাত্র তিনটি নির্দিষ্ট বিমানবন্দর নির্ধারণ করা হয়েছে। আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হতে যাওয়া এ নিয়ম অনুযায়ী, নির্ধারিত প্রবেশপথের বাইরে অন্য কোনো বিমানবন্দর বা অঙ্গরাজ্য দিয়ে যাতায়াত করলে জামানতের পুরো অর্থ বাজেয়াপ্ত হবে।