যুক্তরাজ্যে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না অভিবাসনবিরোধী দাঙ্গা
দেড় শতাধিক ব্যক্তিকে আটকের পরও যুক্তরাজ্যে কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না অভিবাসনবিরোধী দাঙ্গা। সংখ্যালঘু অভিবাসীর পাশাপাশি পুলিশের ওপরও হামলা চালাচ্ছে উগ্র ডানপন্থিরা। দাঙ্গায় সংশ্লিষ্টদের যেকোনো মূল্যে আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। একইসঙ্গে চলমান দাঙ্গাকে উগ্র ডানপন্থিদের দুর্বৃত্তায়ন বলেও অভিহিত করেন তিনি।