রাজনীতিতে দলবদলের হিড়িক: আদর্শ নাকি ব্যক্তিস্বার্থ?
ভোটের রাজনীতিতে নিজ দল ছেড়ে বড় দলের ছায়ায় জড়ো হচ্ছে ছোট ছোট রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এরইমধ্যে ধানের শীষ পেতে দল বিলুপ্ত করেও অনেকেই যোগ দিয়েছেন বিএনপিতে। গণতান্ত্রিক চর্চার অংশ হিসেবে এই প্রক্রিয়াকে ইতিবাচক বলছে বিএনপি। তবে, রাজনৈতিক বিশ্লেষকদের মতে ব্যক্তিস্বার্থ হাসিলে নিজ দলের আদর্শ ত্যাগ করার এই প্রবণতা রাজনীতির জন্য সুখকর নয়।