বুথ-ফেরত-জরিপ

নির্বাচনের আগে স্যুইং স্টেটে নারীদের সমর্থন ফিরে পাচ্ছেন কামালা

প্রথমবার ভোটার হয়েছেন এমন নারীদের আস্থা ফিরে পেতে শুরু করেছেন ডেমোক্র্যাট প্রার্থী কামালা হ্যারিস। ব্যাটেলগ্রাউন্ড স্টেট অ্যারিজোনা আর মিশিগানে আগাম ভোটের বুথ ফেরত জরিপ বিশ্লেষণ করে এমনটাই দাবি করছে সংবাদমাধ্যম বিবিসি। আর, নির্বাচনের ৩ দিন আগে ব্যাটেলগ্রাউন্ড স্টেট উইসকনসিনে কামালার প্রচার সভায় বারবার উঠে এসেছে নারীর অধিকার ও গর্ভপাত ইস্যু। তাই, নির্বাচনের আগে স্যুইং স্টেটে নারীদের সমর্থন কামালার জন্য কতটা গুরুত্ববহ এ নিয়ে শুরু হয়েছে নানা বিশ্লেষণ।