'৭৩৭ ম্যাক্স নাইন' নিয়ে সংকটে বোয়িং
বেস্ট সেলিং সেভেন-থ্রি-সেভেন ম্যাক্স নাইন নিয়ে বিপাকে বহুজাতিক বিমান নির্মাণ সংস্থা বোয়িং। মাঝ আকাশে বিমান থেকে দরজা খুলে যাওয়ার ঘটনায় একই মডেলের অন্য বিমান পরিদর্শনে ত্রুটি মিলেছে প্লাগ ডোরের বোল্টে। এতে যুক্তরাষ্ট্রের ১৭১টি বিমানের পর ইন্দোনেশিয়াতেও গ্রাউন্ডেড করা হয়েছে তিনটি বিমান। সোমবার নিউইয়র্ক স্টক এক্সচেঞ্জে ৮ শতাংশ দর হারিয়েছে বোয়িং।