রাজপুত্র পদবী হারাচ্ছেন অ্যান্ড্রু, বিতাড়িত হচ্ছেন রয়্যাল লজ থেকেও
রাজকীয় উপাধি ত্যাগের পর এবার রাজপুত্র পদবী হারানোর পাশাপাশি রাজপ্রাসাদ উইন্ডসর ম্যানসনের 'রয়্যাল লজ' থেকেও বিতাড়িত হচ্ছেন ব্রিটিশ রাজপুত্র প্রিন্স অ্যান্ড্রু। রাজপুত্র পদবী ত্যাগের পর 'অ্যান্ড্রু মাউন্টব্যাটন উইন্ডসর' হিসেবে পরিচিত হবেন তিনি। প্রয়াত মার্কিন যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি নিয়ে তদন্তের পর এ সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস।