‘দীর্ঘ লড়াই-সংগ্রাম শুধুই ফ্যাসিবাদের পতনের লক্ষ্য ছিল না’
দীর্ঘ লড়াই-সংগ্রাম শুধুই ফ্যাসিবাদের পতনের লক্ষ্য ছিল না- মানুষের মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেয়াই বিএনপির লক্ষ্য ছিল বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ (শুক্রবার, ২৭ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এলডিপির সাথে লিয়াঁজো কমিটি বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।