‘দীর্ঘ লড়াই-সংগ্রাম শুধুই ফ্যাসিবাদের পতনের লক্ষ্য ছিল না’

রাজনীতি
0

দীর্ঘ লড়াই-সংগ্রাম শুধুই ফ্যাসিবাদের পতনের লক্ষ্য ছিল না- মানুষের মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা ও জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেয়াই বিএনপির লক্ষ্য ছিল বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আজ (শুক্রবার, ২৭ ডিসেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এলডিপির সাথে লিয়াঁজো কমিটি বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এসময় তিনি আরো জানান সমমনা দলের সাথে বৈঠক আগামীতেও চলবে, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া।

নজরুল ইসলাম খান আরো বলেন, ‘আমরা দেশের আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্যসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। যেহেতু আমরা একসাথে দীর্ঘ দিন ধরে আন্দোলন করে আসছি, তাই যে আলোচনা হয়েছে তাতে আমরা মোটামোটা একমত আছি।’

এএম

এই সম্পর্কিত অন্যান্য খবর
No Article Found!