প্রেসিডেন্সিয়াল ডিবেট: আক্রমণাত্মক কামালায় আত্মবিশ্বাসহীন ট্রাম্প
বিতর্কের শুরুতে ক্ষ্যাপাটে আচরণের জন্য পরিচিত ট্রাম্প বেশ সংযতই ছিলেন। কিন্তু কামালার একের পর এক আক্রমণাত্মক যুক্তির চাপে পড়ে দ্রুতই নিয়ন্ত্রণ হারান সাবেক প্রেসিডেন্ট। বিতর্কের মধ্যেই মিথ্যা তথ্য দেয়ায় উপস্থাপকের চাপের মধ্যেও পড়েন তিনি, তাও একবার-দুইবার নয়, একাধিকবার। বাহ্যিক অঙ্গভঙ্গিতেও ছিল না আত্মবিশ্বাসের ছাপ, বলছেন বিশ্লেষকরা।