শব্দের মতোই জোরালো ছিল বিতর্কের শরীরি ভাষাও। তুমুল আত্মবিশ্বাস নিয়ে ক্যামেরার সামনে এসেই পুরো মঞ্চ ঘুরে 'কামালা হ্যারিস' বলে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে নিজের পরিচিয় তুলে ধরেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট।
প্রথম মুখোমুখি সাক্ষাতেই প্রতিদ্বন্দ্বীকে হাত মেলাতে বাধ্য করেন কামালা। যা তার পূর্বসূরী- সাবেক ডেমোক্র্যাট প্রেসিডেন্টপ্রার্থী ও বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনও করেননি। দেড় ঘণ্টার বিতর্কে উল্লেখযোগ্য অংশের মধ্যে কথার বদলে বাহ্যিক অঙ্গভঙ্গই যুদ্ধের ভাষা হয়ে ওঠার অন্যতম মুহূর্ত ছিল ।
বিতর্কের শুরুতে ক্ষ্যাপাটে আচরণের জন্য পরিচিত ট্রাম্প বেশ সংযতই ছিলেন। ধরে রেখেছিলেন গম্ভীর মুখ। কিন্তু কামালার আক্রমণাত্মক যুক্তির চাপে পড়ে দ্রুতই নিয়ন্ত্রণ হারান সাবেক প্রেসিডেন্ট।
বিপরীতে তেমন কোনো কথা না বলে তীর্যক হাসি আর প্রশ্নের দৃষ্টিতে, কিংবা ভ্রু কুঁচকে দিয়েই কামালা বুঝিয়ে দিচ্ছিলেন ট্রাম্পের যুক্তি অবিশ্বাস্য। প্রায় পুরোটা সময় কামালা ট্রাম্পের চোখে চোখ রেখে যুক্তি দিলেও কামালাকে এড়িয়ে ক্যামেরার দিকে দৃষ্টি দিয়ে রেখেছিলেন ট্রাম্প।
বিতর্কজুড়ে বিভিন্ন সময় গলা উঁচু করতে দেখা গেছে ৫৯ বছর বয়সী কামালা আর ৭৮ বছর বয়সী ট্রাম্প- দু'জনকেই। দু'জনই দু'জনের বিরুদ্ধে এনেছেন মিথ্যাচারিতার অভিযোগ। তবে বিতর্কের মধ্যেই মিথ্যা তথ্য দেয়ার জন্য ট্রাম্পকে হাতেনাতে ধরেন উপস্থাপক।
বাইডেনের আমলে অপরাধ বেড়েছে বলে ট্রাম্প দাবি করলেও মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের তথ্য বিপরীত বলে উল্লেখ করেন এবিসি সঞ্চালক।
ব্যক্তিগত আক্রমণের জন্য ব্যাপক সমালোচিত ট্রাম্প কামালার ক্ষেত্রে আক্রমণ সীমিতই রেখেছিলেন। কামালার নীতি নিয়ে কথা বললেও বাইডেনের প্রতি একের পর এক আক্রমণের জবাবে ট্রাম্পকে মনে করিয়ে দিতে তিনি বাধ্য হন নির্বাচনে বাইডেন প্রতিদ্বন্দ্ব নন।
কালো স্যুট আর মার্কিন পতাকার নকশা সম্বলিত ব্যাপ পরিহিত ছিলেন ট্রাম্প-কামালা দু'জনই। বিতর্কের শেষে হেঁটে নেমে যাওয়ার আগে বা পরে আর হাত মেলাননি তারা।