'আবার দেখা হবে, কথা হবে, তোমারই রেখে যাওয়া গানে গানে....'
নব্বই দশক মানেই বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের উর্বরতার শ্রেষ্ঠ সময়। নব্বই দশক মূলত বাঁক বদলের সময়, সে সময়েই প্রথা ভেঙে বাংলা গানের বিভিন্ন পৃথক কণ্ঠ চলে আসে গান পাগল মানুষের একেবারে প্রথম সারিতে।