মধ্যপ্রাচ্যের সাধারণ প্রবাসীদের টার্গেট করে লাগেজ বাণিজ্য বেশ পুরোনো। কখনো বিমানের টিকিট, কখনো আর্থিক লেনদেন। বিনিময় অসাধু চক্রের মালামাল এয়ারপোর্ট পার করে দেন প্রবাসীরা। সামান্য টাকার লোভে এ পথে পা বাড়িয়ে প্রায়ই জেল-জরিমানাসহ বড় ধরনের শাস্তির মুখোমুখি হতে হয় তাদেরকে।