হাজারো মানুষের পদচারণায় মুখর যশোরের ঐতিহ্যবাহী বলুহ মেলা
দূর-দূরান্তের রহাজারো মানুষের পদচারণায় মুখ যশোরের চৌগাছার তিনশো বছরের পুরনো বলুহ মেলা। যুগ যুগ ধরে চলা এ মেলা উপলক্ষে স্থানীয়রা জামাই ও মেয়েকে দাওয়াত করে আনেন, যা এ অঞ্চলের রীতিতে পরিণত হয়েছে। বসে হরেক রকমের দোকান। যেখানে প্রতিদিন বেচাকেনা হচ্ছে কোটি টাকার ওপরে।