লাখো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হলো প্রয়াত হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ ও হাশেম সাফিউদ্দিনের বহুল প্রতীক্ষিত জানাজা। কানায় কানায় পূর্ণ ছিল ৫০ হাজার ধারণক্ষমতার বৈরুতের স্পোর্টস সিটি স্টেডিয়াম। প্রিয় নেতাদের প্রতি শোক জানাতে ছুটে আসেন বিভিন্ন দেশের রাজনীতিবিদ, প্রতিনিধিসহ সাধারণ মানুষ। সোমবার লেবাননের দক্ষিণে সমাহিত করা হবে দুই নেতাকে।