কাজে ফিরেছেন শ্রমিকরা, পুরোদমে চালু পোশাক কারখানা
হাজিরা বোনাস ২২৫ টাকা বাড়ানোসহ পোশাক শ্রমিকদের ১৮টি দাবি মেনে নেয়ায় পুরোদমে চালু সব কারখানা। সকাল থেকে কাজে ফিরেছেন শ্রমিকরা। তবে আর্থিক সংকটে বেতন না দিতে পারায় এখনও বন্ধ সাভারের ১৪টি কারখানা আর ৫টি কারখানায় সাধারণ ছুটি। নতুন করে কোন সংকট দেখা না দিলে ওভারটাইম করে ক্ষতি পুষিয়ে নেয়ার কথা বলছেন বলছেন কারখানা মালিকরা।