নড়াইলে দিন দিন বাড়ছে পানের আবাদ
নড়াইলে দিন দিন বৃদ্ধি পাচ্ছে পানের আবাদ। এখানকার মাটি পান চাষের উপযোগী হওয়ায় কৃষকরা ধান, পাট, রবি শস্যের পাশাপাশি পানের আবাদ করেন। যা জেলার চাহিদা মিটিয়ে ৮০ ভাগই চলে যায় ঢাকাসহ বিভিন্ন জেলায়। কৃষি বিভাগ বলছে, চলতি বছর নড়াইলে অন্তত ৪শ কোটি টাকার পান উৎপাদন হয়েছে।