'আইএমএফ ইচ্ছাকৃতভাবে পাকিস্তানকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দিচ্ছে'
ঋণের জালে ফেঁসে রীতিমতো নাস্তানাবুদ রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটে জর্জরিত হয়েছে পাকিস্তান। এমন পরিস্থিতিতে আইএমএফের সঙ্গে হওয়া ৭০০ কোটি ডলারের ঋণ চুক্তির অর্থ এখনও ছাড় না পেয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন সাবেক অর্থমন্ত্রী ও বতর্মান উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার। ভূ-রাজনীতিকে দায়ী করা ছাড়াও, আইএমএফ ইচ্ছাকৃতভাবে পাকিস্তানকে দেউলিয়াত্বের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি। যদিও, অর্থনীতিবিদরা বলছেন, আইএমএফের প্রধান দু'টি শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় বিপাকে পড়েছে ইসলামাবাদ।