
উত্তরাঞ্চলে ফিলিস্তিনিদের ঢল, পশ্চিমতীরে অব্যাহত ইসরাইলের আগ্রাসন
ইসরাইল সাধারণ ফিলিস্তিনিদের উত্তরাঞ্চলে প্রবেশের অনুমতি দেয়ার পর উত্তর অভিমুখে ঢল নেমেছে সাধারণ ফিলিস্তিনিদের। ঘরবাড়ি না থাকলেও নিজ ভূখণ্ডে ফিরতে পেরেই খুশি তারা। এদিকে, পশ্চিমতীরে আগ্রাসন বাড়াচ্ছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী। ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দিয়ে অবরুদ্ধ পশ্চিমতীরে চলছে ধরপাকড়। এমন অবস্থায় ডোনাল্ড ট্রাম্প আর বেনইয়ামিন নেতানিয়াহুর পরিকল্পনায় প্রকাশ পাচ্ছে রহস্যের জট।

অধিকৃত পশ্চিমতীরে আগ্রাসন বাড়িয়েছে ইসরাইল
গাজায় যুদ্ধবিরতির ঠিক পরপরই অধিকৃত পশ্চিমতীরে আগ্রাসন কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে ইসরাইল। প্রতিরক্ষা বাহিনী বলছে, এখন পশ্চিমতীরে এখন বহুমুখী যুদ্ধে জড়িয়েছে তারা। চলছে অপারেশন আয়রন ওয়াল। ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, পশ্চিমতীরে গণহত্যার প্রস্তুতি নিচ্ছে ইসরাইল। শত শত মানুষ পালিয়ে যাচ্ছে অবরুদ্ধ এই অঞ্চল থেকে। এদিকে, গাজায় যুদ্ধবিরতি ধরে রাখতে হবে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন মন্তব্যের পর তার সঙ্গে দেখা করার কথা জানিয়েছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু।