সুনামগঞ্জে ফসল উৎপাদনের আমূল সম্ভাবনার বিপরীতে চোখ রাঙাচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। বছরের বেশিরভাগ সময়ই বন্যায় দুর্ভোগ পোহায় এই জেলা। ফসলি জমি ডুবে বিপাকে পড়েন কৃষক। তবে চলতি বছর সুনামগঞ্জে ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত পলি হাউস নামে একটি প্রতিষ্ঠান আধুনিক পদ্ধতিতে উচ্চ ফলনশীল সবজির চারা উৎপাদন শুরু করেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকরা এই প্রতিষ্ঠান থেকে কম দামে শীতকালীন সবজির চারা পেয়ে চেষ্টা করছেন ঘুরে দাঁড়ানোর।