আজম খানকে বলা হয় বাংলাদেশের পপ ও ব্যান্ড সংগীতের অগ্রপথিক। পশ্চিমা ধাঁচের পপগানে দেশজ বিষয়ের সংযোজন করেছিলেন তিনি। স্বাধীনতা-পরবর্তীতে অগোছালো দেশে অশান্ত ও হতাশ হয়ে উঠেছিল তারুণ্য। এ পপ তারকার গান তখন ভাষা হয়ে উঠেছিল তরুণদের কণ্ঠে।